BN/710903b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"ঠিক যেমন একজন নাগরিকের স্বাধীন থাকার কথা, কিন্তু কখনও কখনও তাকে কারাগারে পাঠানো হয় কারণ সে বিভিন্ন অপরাধমূলক শক্তির অধীনে কাজ করেছে। তাই তাকে কারাগারে পাঠানো হয়। কিন্তু যখন সে পুরোপুরি নাগরিক হয়ে যায়, তখন তার জন্য কোনও জেল থাকে না - সে চলাফেরা করতে স্বাধীন। তাই আমরা বস্তুগত শক্তির অধীনে কাজ করতে পছন্দ করেছি - তাই আমরা কষ্ট পাচ্ছি, সমস্যা আছে। এবং যদি আমরা আধ্যাত্মিক শক্তির অধীনে কাজ করতে পছন্দ করি, তাহলে আমরা খুশি হব। এটাই পার্থক্য।" |
710903 - প্রবচন SB 05.05.05 - লন্ডন |