BN/Prabhupada 0024 - শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়ালু

Revision as of 16:31, 20 September 2015 by Rishab (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0024 - in all Languages Category:BN-Quotes - 1974 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Lecture on SB 3.25.26 -- Bombay, November 26, 1974

যখন অর্জুন ভগবান কৃষ্ণ এর সামনা সামনি তাকিয়ে ছিল, ভগবান কৃষ্ণ তখন ভগবদ-গীতা শিক্ষা দিচ্ছিলেন। ভগবান কৃষ্ণকে দেখা এবং ভগবদ-গীতা অধ্যয়ন করা একই জিনিস। এর কোন পার্থক্য নেই। কেউ কেউ বলে যে, অর্জুন খুবই ভাগ্যবান ছিল... সে কৃষ্ণকে সামনা সামনি দেখতে পেয়েছিল এবং তার নির্দেশ গ্রহন করতে পেরেছিল। এটা ঠিক নয়। কৃষ্ণ, সে তৎক্ষণাৎ দেখা দিতে পারে, সে তোমাকে চোখ দিয়েছেন টা দেখার জন্য। কাজেই এটা বলা হয় যে, premāñjana-cchurita... প্রেম এবং ভক্তি, একই জিনিস। Premāñjana-cchurita-bhakti-vilocanena santaḥ sadaiva hṛdayeṣu vilokayanti [Bs. 5.38]. আমি এর সাথে সম্পর্কিত একটি গল্প বলব, দক্ষিণ ভারতে একজন ব্রাহ্মণ, রঙ্গন্নাথ মন্দিরে, সে ভগবদ-গীতা পাঠ করছিল। এবং সে ছিল অশিক্ষিত। সে না জানত সংস্কৃত বা কোন অক্ষর, অশিক্ষিত। কাজেই লোকজন, প্রতিবেশী, তারা জানত যে " এই লোক অশিক্ষিত, এবং সে ভগবদ-গীতা পাঠ করছে" সে ভগবদ-গীতা খুলছে, "উহ উহ," সে ছিল এরকম। কাজেই কেউ কেউ ঠাট্টা করছিল, " বেশ, ব্রাহ্মণ বাবু, আপনি কিভাবে ভগবদ-গীতা পাঠ করছেন?" সে বুঝতে পারছিল যে, এই লোক ঠাট্টা করছে কারন আমি অশিক্ষিত'। কাজেই এই ভাবে, চৈতন্য মহাপ্রভুও সেইদিন রঙ্গন্নাথ মন্দিরে উপস্থিত ছিল, এবং সে বুঝতে পেরেছিল যে " এখানে একজন ভক্ত আছে"। কাজেই সে (চৈতন্য মহাপ্রভু) তার দিকে এগিয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, "আমার প্রিয় ব্রাহ্মণ বাবু, আপনি কি পাঠ করছেন?" কাজেই সে বুঝতে পেরেছিল যে, "এই লোক ঠাট্টা করছে না"। কাজেই সে বলল, " স্যার আমি ভগবদ-গীতা পাঠ করছি। আমি ভগবদ-গীতা পাঠ করার চেষ্টা করছি, কিন্তু আমি অশিক্ষিত। কাজেই আমার গুরু মহারাজ বলেছেন যে " তোমাকে অবশ্যই প্রতিদিন আঠারো অধ্যায় পাঠ করতে হবে"। আমার জ্ঞান নেই। আমি পড়তে পারি না। তারপরও, গুরু মহারাজ বললেন, আমি যেন তাঁর নির্দেশ পালন করার চেষ্টা করি এবং পৃষ্ঠাগুলো খুলছিল। এবং এটাই সব। আমি জানিনা কিভাবে পড়তে হয়। চৈতন্য মহাপ্রভু বললেন, " আমি দেখি, আপনি মাঝেমাঝে কাঁদছেন"। তারপর, "হ্যাঁ, আমি কাঁদছি"। যদি আপনি না পড়তে পারেন, তাহলে কিভাবে কাঁদছেন?" " না, কারন যখন আমি এই ভগবদ-গীতা গ্রন্থটি হাতে নেই, আমি একটি ছবি দেখি, যে, কৃষ্ণ এত দয়ালু যে সে রথ চালানোর দায়িত্ব নিয়েছেন, অর্জুন এর সারথি। সে তাঁর ভক্ত। কাজেই শ্রী কৃষ্ণ খুবই দয়ালু যে সে একজন সেবক এর দায়িত্ব গ্রহন করেছেন কারন অর্জুন নির্দেশ করছিল, ' আমার রথ এখানে রাখ,' এবং কৃষ্ণ তাঁর সেবা করছিল। কাজেই কৃষ্ণ খুবই দয়ালু। কাজেই যখন আমি এই ছবি আমার হৃদয়ের গভীরে দেখতে পাই, তখন আমি কাঁদি।" চৈতন্য মহাপ্রভু তৎক্ষণাৎ তাকে জড়িয়ে ধরলেন, যে আপনি ভগবদ- গীতা পাঠ করছেন। কোন শিক্ষা ব্যাতিত , আপনি ভগবদ- গীতা পাঠ করছেন" সে তাকে জড়িয়ে ধরল। এটাই... সে কিভাবে ছবি দেখছিল? কারন সে ছিল কৃষ্ণভক্ত, এটা কোন ব্যাপার না, সে অই শ্লোকগুলো পাঠ করতে পারছিল কি পারছিল না। কিন্তু সে কৃষ্ণপ্রেম গ্রহন করতে পেরেছিল এবং সে দেখতেছিল, কৃষ্ণ সেখানে বসে ছিল, এবং সে অর্জুন এর রথ চালাচ্ছিল। এটা প্রয়োজন।