BN/Prabhupada 0030 - শ্রীকৃষ্ণ শুধুই উপভোগ করছেন

Revision as of 23:56, 20 September 2015 by Rishab (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0030 - in all Languages Category:BN-Quotes - 1970 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Sri Isopanisad, Mantra 2-4 -- Los Angeles, May 6, 1970

ভগবানের যদিও তাঁর আলয়ে নির্দিষ্ট, তবুও মনের থেকে ক্ষিপ্র এবং সকল গতিকে ছাড়িয়ে যেতে পারে। ক্ষমতাশালী দেবদেবীগণ তাঁর দিকে অগ্রসর হতে পারে না। যদিও তিনি এক জায়গায় , তবুও যারা বায়ু, বৃষ্টি সরবরাহ করে তাদের উপর ভগবানের নিয়ন্ত্রন আছে। তিনি সবকিছু দারুনভাবে অতিক্রম করেন।" এটা ব্রহ্ম-সংহিতাতেও নিশ্চিত বলা আছেঃ goloka eva nivasaty akhilātma-bhūtaḥ (Bs. 5.37). কৃষ্ণ, যদিও সর্বদা গোলক বৃন্দাবনে আছেন, তাঁর কোন কাজ করার নেই। তিনি শুধুমাত্র তাঁর সহযোগীদের... গোপীদের এবং রাখাল বালকদের, তাঁর মা, তাঁর বাবার সহচর্য উপভোগ করেন। মুক্ত, সম্পূর্ণ মুক্ত। এবং যারা তাঁর সহযোগী, তারা এমনকি আরও মুক্ত। কারন যখন তাঁর সহযোগীরা বিপদে পড়ে, কৃষ্ণ এর দুশ্চিন্তা হয় কিভাবে তাদেরকে রক্ষা করবে, কিন্তু সহযোগীরা, তাদের কোন দুশ্চিন্তা নেই। "অহ, কৃষ্ণ আছেন।" দেখ। সহযোগীরা, তাদের কোন দুশ্চিন্তা নেই। যেকোনো কিছু ঘটছে, আপনি কৃষ্ণ-গ্রন্থ পাঠ করবেন- অনেক অনেক বিপদ। বালকগন, কৃষ্ণের সাথে, তারা প্রতিদিন তাদের বাছুর এবং গরুগুলুর সাথে যেতে অভ্যস্ত ছিল। এবং যমুনা নদীর তীরে জঙ্গলে খেলত, এবং কংস তাঁদেরকে ধ্বংস করার জন্য কিছু রাক্ষস পাঠাবে। কাজেই আপনি দেখেছেন, আপনি ছবিগুলুও দেখবেন। কাজেই তাঁরা শুধুমাত্র উপভোগ করবে কারন তাঁরা অনেক বেশী আত্মবিশ্বাসী। এটা হল আধ্যাত্মিক জীবন। Avaśya rakṣibe kṛṣṇa viśvāsa pālana. এই দৃঢ় বিশ্বাস, "যে যেকোনো ভয়ানক বিপদে, কৃষ্ণ আমাকে রক্ষা করবেন," এটা হল আত্মসমর্পণ। আত্মসমর্পণ ছয় স্তরের। প্রথমত হল যে আমাদের গ্রহন করা উচিত কোনটি ভক্তিমূলক সেবার জন্য সহায়ক, আমরা যেকোনো কিছু ত্যাগ করব যা কিনা আমাদের ভক্তিমূলক সেবার জন্য প্রতিকূল। এবং পরবর্তী স্তর হল যে একজনের ভগবানের নিকট নিজেকে উপস্থাপন করা। ঠিক যেমন কৃষ্ণ অনেক অনেক সহযোগী পেয়েছেন, আপনিও পারেন... তা অবশ্যই.....কৃত্রিমভাবে নয়। যখন আপনি পরিণত আপনি বুঝতে পারেন আপনার সাথে কৃষ্ণ এর কি সম্পর্ক। তারপর আপনি যদি অই সংঘের সাথে নিজেকে পরিচিত করেন, এবং পরবর্তী স্তর হল আত্মবিশ্বাস যে, "কৃষ্ণ আমাকে রক্ষা করবেন।" প্রকৃতপক্ষে, তিনি সবাইকে রক্ষা করছেন। এটা হল প্রকৃত ঘটনা। কিন্তু মায়ার প্রভাবে আমরা মনে করি যে আমরা নিজেরাই আমাদেরকে রক্ষা করছি, আমরা আমাদেরকে প্রতিপালন করছি। না। এটা প্রকৃত ঘটনা না।