BN/710922 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নাইরোবি
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যখন তুমি ইচ্ছাহীন হও, তখন সেটাই তোমার স্বাধীনতা। ইচ্ছাহীনতার অর্থ হল জড় জগতের উপর কর্তৃত্ব করার ইচ্ছা না করা। এখন আমরা চাইছি কীভাবে জড় জগতের উপর কর্তৃত্ব করা যায়। কেউ খুব বড় ব্যবসায়ী হওয়ার চেষ্টা করে, কেউ মন্ত্রী হওয়ার চেষ্টা করে, কেউ এই ওটা হওয়ার চেষ্টা করে। সর্বদা তারা ইচ্ছা দ্বারা পরিচালিত হয়। যখন সেই ইচ্ছা শুদ্ধ হবে, "আমি কেবল ঈশ্বর বা কৃষ্ণের সেবা করব," তখন তুমি শুদ্ধ হবে। অন্যথায় তোমার ইচ্ছা পূরণের জন্য তোমাকে সেই বিশেষ ধরণের দেহ গ্রহণ করতে হবে।"
|
710922 - কথোপকথন - নাইরোবি |