BN/711110 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু দিল্লী
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"অন্যান্য দেশগুলি আধ্যাত্মিক ভূমি হিসেবে ভারতকে অত্যন্ত সম্মান করে। কিন্তু আমরা, আমাদের বর্তমান সরকার এবং তথাকথিত নেতারা, সেই রাষ্ট্রকে হত্যা করছি। এটা দুঃখজনক। স্বাধীনতার পরে যদি তারা সংগঠিতভাবে ভগবদ-গীতা এবং বৈদিক সংস্কৃতি প্রচার করত, তাহলে তারা এই ভারতবর্ষকে সমগ্র ভারতের সর্বোচ্চ শিখরে তুলে ধরতে পারত। এটাই আমার লক্ষ্য।" |
711110 - কথোপকথন - দিল্লী |