BN/660219 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
“শুধুমাত্র অর্জুন নয়, আমরা প্রত্যেকেই সর্বদা চিন্তা ও উদ্বেগে ভরা থাকি—এই জড়জাগতিক অস্তিত্বের কারণে। অসৎ-গ্রহাত্—আমরা এমন কিছুকে আঁকড়ে ধরেছি যা অসৎ, অর্থাৎ অস্থায়ী। আমাদের অস্তিত্ব এই পরিবেশ বা বায়ুমন্ডলে অস্তিত্বহীন। কিন্তু বাস্তবিক আমরা অস্তিত্বহীন নই। আমাদের অস্তিত্ব নিত্য, চিরন্তন। কিন্তু কোনো এক কারণে আমরা এই অসৎ জগতে এসে পড়েছি। অসৎ মানে, যা প্রকৃতপক্ষে অস্তিত্বশীল নয়।” |
660219-20 - প্রবচন BG Introduction - নিউ ইয়র্ক |