BN/660729 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
পরবর্তী জন্মে আমি কি হবো তার কোনো নিশ্চয়তা নেই I সেটা আমার কর্মের উপর নির্ভরশীল কারণ সম্পূর্ণ দেহ জড়া প্রকৃতি প্রদত্ত I এটা আমার ইচ্ছেয় তৈরী নয় I প্রকৃতে ক্রিয়ামানানি গুণই কর্মাণি সর্বশ (ভ.গী. ৩.২৭)
[[ তোমাকে এখানে কার্যনির্বাহের একটি সুযোগ দেওয়া হচ্ছে I কিন্তু তোমার কাজের উপর বিচার করে ঠিক হবে যে পরবর্তী জন্মে তুমি কি হবে I এটিই তোমার সমস্যা I এই জীবনের পঞ্চাশ, ষাট, সত্তর, অথবা একশো বছরকেই সবকিছু ভেবোনা I তুমি আসলে এক শরীর থেকে আর এক শরীরে দেহান্তর হওয়ার এক নিরন্তর জীবনে আছো I এটা চলছে I তোমার অবশ্যই এটা জানা উচিত I এখন এই এক শরীর থেকে আর এক শরীরে দেহান্তরিত হওয়ার ও জড় জগতের ত্রিতাপ ক্লেশ ভোগার যে অর্থহীন প্রক্রিয়া তা শেষ করার সুযোগ আছে I এই হচ্ছে সুযোগ I |Vanisource:660729 - Lecture BG 04.12-13 - New York]]