BN/661122 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক: Difference between revisions

(No difference)

Revision as of 11:13, 1 November 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ব্যাপারে খুব গর্বিত। কিন্তু তুমি যদি বিভিন্ন মানুষের কাছে অনুসন্ধান কর যে, "তুমি কে? কদাচিৎ কেউ তার উত্তর দিতে পারবে যে সে কে। প্রত্যেকেই এই দেহগত চেতনার দ্বারা আবদ্ধ। কিন্তু প্রকৃতপক্ষে আমরা এই দেহ নই। এই প্রশ্নটি নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি। তো 'আমি এই দেহ নই', এই পরীক্ষাটিতে পাশ করার পরেই কেউ প্রকৃত জ্ঞানে অধিষ্ঠিত হয়। এটি হচ্ছে আসল জ্ঞান, 'আমি কি'। এটি হচ্ছে শুরু। সুতরাং এই জ্ঞান সম্বন্ধে শ্রীকৃষ্ণ এখন অর্জুনকে নির্দেশনা প্রদান করছেন, তিনি বলেছেন যে, 'এটি হচ্ছে রাজবিদ্যা।' রাজবিদ্যা মানে, কারো নিজেকে জানা যে সে কে এবং সেই অনুসারে আচরণ করা। এটাকে বলা হয় রাজবদ্যা।"
৬৬১১২২ - শ্রীমদ্ভাগবদ্গীতা প্রবচন ০৯.০২ - নিউ ইয়র্ক