BN/661212 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক: Difference between revisions

(No difference)

Revision as of 11:42, 23 November 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমাদেরকে শ্রীকৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে হবে। ঠিক যেমন তুমি কোন মহান ব্যক্তির সঙ্গে দেখা করতে চাও, তাহলে যেকোনভাবেই হোক তাঁর সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। তোমার নিজেকে বন্ধুত্বপূর্ণভাবে বা প্রীতিপূর্ণ ব্যবহারের মাধ্যমে তাঁর সাথে পরিচিতি ঘটাতে হবে। তখন কোন মহান ব্যক্তিত্তের সাথে তোমার সম্পর্ক স্থাপন সম্ভব হবে। সুতরাং আমরা যদি সেই পরম ধাম 'কৃষ্ণলোকে' উন্নীত করতে চাই তাহলে কিভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হয় সেজন্য নিজেদের তৈরি করতে হবে। ভগবৎ প্রেম। যদি আমরা প্রেমের দ্বারা ভগবানের সঙ্গে অন্তরঙ্গভাবে সম্পর্কিত হই......আমরা সবদিক দিয়ে বিজয়ী...... যদি আমাদের মধ্যে প্রেম না থাকে তবে আমরা পরম পুরুষোত্তমের আনুকূল্য বা দয়া আশা করতে পারিনা।"
৬৬১২১২ - প্রবচন শ্রীমদ্ভগবদ্গীতা ০৯.২৪-২৬ - নিউ ইয়র্ক