BN/670106c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

Revision as of 05:07, 17 July 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"জড়বাদী বলতে কোনো অসাধারণ ব্যক্তিত্বকে বোঝায় না। যার কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান নাই সেই জড়বাদী। আর যিনি বিধিনিয়ম ও নীতি নির্দেশনার মাধ্যমে কৃষ্ণ সম্বন্ধীয় বিজ্ঞানে অগ্রগতি লাভ করেন, তাদেরকে অধ্যাত্মবাদী বলা হয়। জড়বাদীদের রোগটি হচ্ছে এই, যে হরাবভক্তস্য কুতো মহদ্ গুণা মানোরথেনাসতি ধাবাতো বহিঃ(শ্রীমদ্ভাগবত ৫.১৮.১২)। যতক্ষণ না পর্যন্ত আমরা পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা গ্রহণ করছি, ততক্ষন পর্যন্ত আমরা মানসিক স্তরেই ভাসমান থাকবো। তোমরা এরকম অনেক দার্শনিক পাবে, দর্শনে গবেষক, যারা শুধু মানসিক স্তরেই অনুমান করে যান,মনঃ, কিন্তু প্রকৃতপক্ষে তারা সবাই অসৎ। তাদের কার্যকলাপে শুধু জড়বাদের প্রতিফলন থাকে। সেখানে কোনো আধ্যাত্মিক উপলব্ধি নেই। সুতরাং কম বেশি মাত্রায় এই জড়বাদী ধারণা সর্বত্রই আছে।"
৬০৭১০৬ - প্রবচন শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ২১.৬২-৬৭ - নিউ ইয়র্ক