BN/670123b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

Revision as of 06:05, 13 March 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"কিভাবে একজন কৃষ্ণের সর্বোৎকৃষ্ট রূপ দর্শন করতে পারেন? তা সম্ভব হয় শুধুমাত্র সেবা করার মাধ্যমে। এছাড়া আর কোনো উপায় নেই। সেবন্মুখে হি জিহ্বাদৌ (ভক্তিরসামৃতসিন্ধু ১.২.২৩৪)। যদি তুমি একনিষ্ঠভাবে সেবার মানসিকতায় যুক্ত থাকো, তাহলে ভগবান তোমার কাছে নিজেকে প্রকাশ করবেন। তুমি ভগবানকে দেখতে পারবেনা। তুমি তোমার তুচ্ছ প্রচেষ্টার দ্বারা ভগবানকে দর্শন করতে পারবেনা। এটা সম্ভব না। ঠিক যেরকম মধ্যরাত্রির সময় চারিদিক অন্ধকারাচ্ছন্ন থাকে, তখন সূর্য দর্শন সম্ভবপর নয়। তুমি সূর্যকে তখন দেখতে পারবে যখন সূর্য স্বয়ং নিজেকে তোমার সামনে প্রকাশ করবেন। সূর্যের একটি নিদৃষ্ট সময় আছে যেমন সকাল ৪.৩০ বা ৫ । সেইসময় সূর্য প্রকাশিত হয়। আর যখন সূর্য নিজেকে প্রকাশ করেন, তখন সেই সূর্যালোকে তুমি নিজেকে দেখতে পাও, সূর্যকে দেখতে পাও ও সমস্ত পৃথিবীকে দেখতে পাও। আর যতক্ষণ পর্যন্ত তুমি সূর্যকে দেখতে পাওনা ততক্ষন তুমি অন্ধকারে থাকো, পৃথিবীও অন্ধকারাচ্ছন্ন থাকে আর তুমি কিছু দেখতে পাওনা।"
৬৭০১২৩ - প্রবচন শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যলীলা ২৫.৩৬ -৪০ - সান ফ্রান্সিস্কো