BN/670207b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

Revision as of 06:06, 13 March 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যখনই কেউ একজন সন্ন্যাসীকে দেখবে, তখনই তার শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। যদি সে শ্রদ্ধা প্রদর্শন না করে, তাহলে শাস্তি হিসেবে একদিন তাকে উপবাস করতে হবে। সে আহার গ্রহণ করতে পারবেনা।" ওহ আমি একজন সন্ন্যাসীর দর্শন পেয়েও শ্রদ্ধা প্রদর্শন করিনি। সুতরাং এর প্রায়শ্চিত্ত হিসেবে আমার একদিন উপবাস করা উচিত।" এটি হচ্ছে সিদ্ধান্ত। যেরকম শ্রীচৈতন্য মহাপ্রভু, যদিও উনি ছিলেন স্বয়ং পরমেশ্বর ভগবান, কিন্তু তাঁর আচরণ ও শিষ্টাচার ছিল খুবই উৎকৃষ্ট। সন্ন্যাসী দেখামাত্রই তিনি প্রণতি নিবেদন করতেন। পাদ প্রক্ষালন করি বসিলা সেই স্থানে(শ্রীচৈতন্য চরিতামৃত ৭.৫৯)। এটি হচ্ছে শিষ্টাচার যে, কোনো অতিথি বিশেষ করে কোনো সন্ন্যাসী যখন বাড়িতে আসেন, তখন কক্ষে প্রবেশের পূর্বে তাঁকে পা ধুয়ে নিতে হয়। সুতরাং তিনিও ( শ্রীচৈতন্য মহাপ্রভু) নিজের পা ধুয়ে অন্যান্য সন্ন্যাসীরা যেখানে বসেছিলেন তা থেকে কিছুটা দূরে, ঠিক যেখানে পা ধুয়েছিলেন, সেখানে বসে পড়লেন।"
৬৭০২০৭ - প্রবচন শ্রীচৈতন্য চরিতামৃত আদিলীলা ০৭.৪৯-৬৫ - সান ফ্রান্সিস্কো