BN/670224 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

Revision as of 05:10, 21 March 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং,আমি এটাই বলতে চাই যে জীবের সঙ্গে ভগবানের বহুপ্রকারের গুণগত সাদৃশ্য আছে। কিন্তু শঙ্করাচার্যের ভাষ্য হচ্ছে যে," আমরা জীবের হচ্ছি ভগবান এবং বর্তমানে আমরা মায়ার প্রভাবে ভ্রমিত হয়ে আছি. মায়ার থেকে উদ্ধার পাওয়া মাত্রই আমরা ভগবানে পরিণত হব।" এটা সত্যি নয়। যদিও তুমি কখনো ভগবান হতে পারোনা কিন্তু ভগবৎ গুণাবলী ইতিপূর্বেই তোমার মধ্যে আছে। পূর্ণমাত্রায় না হলেও, কিছু পরিমানে আছে। যখন তুমি এই মায়ার খপ্পর থেকে মুক্ত হবে, তখন তুমি তোমার যে প্রকৃত গুণাবলী,আধ্যাত্মিক গুণাবলী,তা প্রাপ্ত হবে।"

৬৭০২২৪ - প্রবচন শ্রীচৈতন্য চরিতামৃত আদিলীলা ০৭.১১৮-১২০ - সান ফ্রান্সিস্কো