BN/670320 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এই জড় জগতে আমরা চিরস্থায়ী বন্দোবস্তের জন্য বিভিন্ন ধরণের পরিকল্পনা করে চলেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে আমরা শুধু বিপরীত ফলাফলের সম্মুখীন হই। এটাই আমাদের অভিজ্ঞতা। একজন বৈষ্ণব কবি খুব সুন্দর গান গেয়েছেন যে, আমি সুখের লাগিয়ে এ ঘর বাঁধিনু ,অনলে পুড়িয়া গেল: আমি সুখের নিমিত্ত এই গৃহ তৈরী করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশতঃ আগুনে পুড়ে সব শেষ হয়ে গেলো।" এইরকমই চলছে। জড়জগতে আমরা অনেক পরিকল্পনা করছি যাতে আরামে, শান্তিতে নিত্যকাল বাস করতে পারি। কিন্তু তা সম্ভব নয়। মানুষ এটা বোঝে না। তারা এটা প্রতক্ষ্য দেখছে, অভিজ্ঞতা লাভ কর;, শাস্ত্রের মাধ্যমে আমরা নির্দেশ পাচ্ছি যে কোনো কিছুই অক্ষয় নয়। জড়জগতে সবকিছুই নশ্বর, বিনাশশীল। আর আমরা এটা দেখতে পাই যে ধ্বংসের প্রতিনিধিগুলিও সবসময় তৈরী থাকে।"
৬৭০৩২০ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৭.৪০-৪৪ - সান ফ্রান্সিস্কো