BN/680306 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

Revision as of 16:12, 17 August 2021 by Anurag (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ভগবদ্গীতায় তুমি পাবে, সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্টো (শ্রীমদ্ভগবদ্গীতা ১৫.১৫)। কৃষ্ণ বলছেন, "আমি প্রত্যেক জীবের হৃদয়ে বাস করি।" সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্টো মত্তঃ স্মৃতির্জ্ঞানমপোহনং চ: "মানুষের স্মৃতির ক্ষমতা আর স্মৃতির বিলোপ আমার থেকেই সংগঠিত হয়।" সুতরাং কৃষ্ণ কেন এইরকম করছেন? তিনি কাউকে ভুলতে সাহায্য করছেন আর কাউকে মনে করতে সাহায্য করছেন। কেন? উত্তরটি সেই একই: যে যথা মাং প্রপদ্যন্তে। যদি তুমি ভগবানকে অর্থাৎ কৃষ্ণকে ভুলতে চাও, তিনি তোমাকে এমন বুদ্ধি দেবেন যে তুমি চিরতরে তাঁকে ভুলে যাবে। ভগবানের আশেপাশে পৌঁছানোরও আর কোনো সুযোগ থাকবেনা। কিন্তু কৃষ্ণভক্তরা খুব দয়ালু। কৃষ্ণ খুব কড়া। যদি কেউ কৃষ্ণকে ভুলতে চায়, তাহলে তিনি তাকে তারজন্য অনেক সুযোগ দেবেন, যে সেই ব্যক্তি কখনো কৃষ্ণকে বুঝতে পারবেনা। কিন্তু কৃষ্ণভক্তেরা কৃষ্ণের চেয়েও বেশি দয়ালু। এইজন্যই তারা দুঃখী মানুষদের কাছে কৃষ্ণভাবনা বা ভগবানের বার্তা প্রচার করেন।"


৬৮০৩০৬ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৬.০১ - সান ফ্রান্সিস্কো