BN/680325 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

Revision as of 05:06, 29 July 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং আমাকে কৃষ্ণভাবনামৃতের অনুশীলন করতে হবে যাতে শেষ মুহুর্তে আমি শ্রীকৃষ্ণকে না ভুলে যাই। তবেই আমার জীবন সফল। শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে, যং যং বাপি স্মরন্ ভাবং ত্যজাত্যন্তে কলেবরম্ (শ্রীমদ্ভগবদ্গীতা ৮/৬) মৃত্যুর সময়, মানুষ যে বিষয় ভাবে, তার পরবর্তী জীবনের শুরু তেমনই হয়। খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে, ঠিক যেমন বায়ু বয়ে চলে, তাই যদি সে বায়ু একটি সুন্দর গোলাপ বাগানের উপর দিয়ে প্রবাহিত হয় তবে তার সুগন্ধ বায়ু অন্য জায়গায় নিয়ে যায়। গোলাপের সুগন্ধ এবং বায়ু যদি কোন নোংরা স্থানের উপর দিয়ে প্রবাহিত হয় তবে তার দুর্গন্ধ বহন করে অন্য স্থানে নিয়ে যায়। একইভাবে মানসিক অবস্থা, চেতনা হলো আমার অস্তিত্বের সূক্ষ্ম রূপ। "
৬৮০৩২৫ - কথোপকথন - সান ফ্রান্সিস্কো