BN/690401b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো

Revision as of 05:13, 25 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সুতরাং গুরুদেব এবং তার নির্দেশনার প্রয়োজন আছে। সেটা পরম্পরা ধারার নিয়ম। ভগবদ্‌গীতাতেও , অর্জুন আত্মসমর্পণ করছে। সে শ্রীকৃষ্ণের বন্ধু ছিল। কেন সে আত্মসমর্পণ করলো, "আমি তোমার শিষ্য?" দেখো ভগবদ্‌গীতাতে তার এটা করবার কোন দরকার ছিলোনা। তিনি নিজস্ব বন্ধু ছিলেন, কথা বলা, খাওয়া, ঘুমানো সব একসাথে। তাও, সে শ্রীকৃষ্ণকে গুরু রূপে স্বীকার করেছিল। সুতরাং এটা হলো পদ্ধতি। বোঝবার একটা নিয়ম আছে। তার বিশেষ করে উল্লেখ করা আছে, শিষ্যস্তেহহং: "আমি আপনার শিষ্য" শিষ্যস্তেহহং সাধি মাং প্রপন্নম (গীতা ২। ৭)। "আপনি দয়া করে আমাকে নির্দেশ দিন"। এবং তিনি ভগবদ্গীতার শিক্ষা প্রদান করতে শুরু করলেন। যতক্ষণ না কেউ শিষ্য হয়, তাঁকে শিক্ষা দেওয়া, নিষিদ্ধ।"
৬৯০৪০১ - কথোপকথন - সান ফ্রান্সিস্কো