BN/690429 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন

Revision as of 05:16, 25 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"স্বর্ণযুগে, যখন সবাই ধার্মিক ছিল, সেই সময়, ধ্যান করার নির্দেশ দেওয়া হয়েছিল। ধ্যান। কৃতে যদ্ ধ্যায়তো বিষ্ণুম্: শ্রীবিষ্ণুর ধ্যান। ত্রেতায়ম্ য়জতো মখৌঃ। পরবর্তী যুগে, সুপারিশ ছিল মহান যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এবং পরবর্তী যুগে মন্দিরে পূজা, বা গির্জায় পূজা, বা মসজিদে পূজার করার নির্দেশ দেওয়া হয়েছিল। কৃতে যদ্ ধ্যায়তো বিষ্ণুম্ ত্রেতায়ম্ য়জতো মখৌঃ, দ্বাপরে পরিচর্যয়ম্। দ্বাপর ... পরবর্তী যুগে, মাত্র পাঁচ হাজার বছর আগের যুগ, সেই যুগকে বলা হতো দ্বাপরযুগ। সেই সময় মন্দিরের পূজা ছিল খুব চমত্কার এবং খুব সফল। এখন, এই যুগে, কলিযুগ, যা প্রায় পাঁচ হাজার বছর আগে শুরু হয়েছে, এই যুগে, সুপারিশ করা হয়েছে, কালৌ তদ্ তুমি ধারিকীর্তনাৎ: তুমি কেবল এই হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করে আত্ম উপলব্ধি করতে পারো। এবং যদি তুমি এই সহজ প্রক্রিয়াটি গ্রহণ করো, তার ফলস্বরুপ হবে চেতোদর্পনমার্জনম্ (শ্রীচৈতন্য চরিতামৃত অন্ত্য ২০।১২, শিক্ষাষ্টক ১). তোমার হৃদয়ে জমে থাকা আবর্জনা পরিষ্কার হয়ে যাবে। "
৬৯০৪২৯ - প্রবচন ব্রান্ডেইস বিশ্ববিদ্যালয় - বোস্টন