BN/690519 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু কলম্বাস

Revision as of 05:19, 25 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ধরো তোমার কুড়ি বছর বয়স। আজ ১৯সে মেয়, আর এর আগে বিকেল চারটে বেজে ছিল। এখন, এই সময়, বেলা চারটে পেরিয়ে গেছে, ১৯সে মেয়, ১৯৬৯, চলে গেছে। তুমি লাখ ডলার ব্যয় করলেও এই সময় আর ফিরে পাবেনা। শুধু বোঝার চেষ্টা করো। তেমনি, তোমার জীবনের এক মুহূর্তও যদি বৃথা যায়, কেবল ইন্দ্রিয় তৃপ্তিতে নিয়োজিত হয়, আহার, নিদ্রা, মৈথুন এবং ভয়- তাহলে তুমি তোমার জীবনের মূল্য জানানো। লাখ ডলার ব্যয় করে তুমি তোমার জীবনের এক মুহূর্তও ফিরিয়ে আনতে পারবে না। কেবল বোঝার চেষ্টা করো, তোমার জীবন কত মূল্যবান। সুতরাং, আমাদের এই কৃষ্ণভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে সকলকে জানানো যে তাদের জীবন কত মূল্যবান, এবং তা কিভাবে ব্যয় করা উচিত।"
৬৯০৫১৯ - প্রবচন - কলম্বাস