BN/690716b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

Revision as of 05:18, 21 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"সনাতন গোস্বামীর সেই সময়ে কোনো মন্দির ছিল না। সে তার বিগ্রাহাগানকে গাছে ঝুলিয়ে রেখেছিলেন। তো মদন মহান তার সাথে কথা বলছিলেন,'সনাতন, তুমি সব শুকনো রুটি নিয়ে আসছ, এবং এগুলো বাসি, এবং তুমি আমাকে একটুও নুন দাও না খেতে। আমি এগুলো খাব কি করে? শ্রীপাদ সনাতন গোস্বামী বললেন, ' প্রভু, আমি কোথায় যাবো? আমি যা পাই, আমি তাই আপনাকে নিবেদন করি। আপনি দয়া করে গ্রহণ করুন। আমি নড়তে চড়তে পারিনা। বৃদ্ধ ব্যক্তি আমি।' তোমরা দেখো। তো শ্রীকৃষ্ণকে তা খেতে হয়ে। কেঁদে দেন কারণ একজন ভক্ত নিবেদন করছে , তিনি সেটা প্রত্যাখ্যান করতে পারবেন না । যে মাং ভক্ত্য প্রয়চ্ছতি। আসল জিনিস হলো ভক্তি। তুমি কি বা শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারবে? সবকিছু তো শ্রীকৃষ্ণেরি। তোমার আছেই বা কি ? তোমারি বা কি মূল্য? এবং তোমার জিনিসেরই বা কি মূল্য ? এগুলো কিছুই না। তাই জন্য আসল জিনিস হলো ভক্ত্যা , আসল জিনিস হলো তোমার অনুভব। 'শ্রীকৃষ্ণ দয়া করে গ্রহণ করুন। আমার কোন যোগ্যতা নেই। আমি হলাম সবচেয়ে বাজে, পতিত, কিন্তু (কেঁদে দেন) আমি আপনার জন্য এটা নিয়ে এসেছি। দয়া করে গ্রহণ করুন।' সেটা গ্রহণ যোগ্য হবে। কখনো অহংকার বদ করনা। সব সময়ে সতর্ক থাকো। তুমি শ্রীকৃষ্ণ সাথে আদানপ্রদান করছো। এটাই হলো আমার অনুরোধ। অনেক ধন্যবাদ তোমাদের ..... (কেঁদে দেন) .....।"
৬৯০৭১৬ - প্রবচন শ্রী শ্রী রুক্মিণী দ্বারকানাথের বিগ্রহ প্রতিষ্ঠানের অনুষ্ঠানে - লস্‌ এঞ্জেলেস্‌