BN/700426 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"মুখাঃ বাহুরু পাদ যাহঃ। যেমন আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ রয়েছে - মুখ, হাত,পেট ও পা তেমনি কৃষ্ণের বিশাল শরীর , বিরাট পুরুষের ও অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে।ব্রাহ্মণেরা হলো তাঁর মুখ ,ক্ষত্রিয়রা হলো তাঁর বাহু ,তাঁর পেট হলো বৈশ্যরা এবং তাঁর পা হলো শুদ্রেরা।কিংবা ব্রহ্মচারী,গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্যাস। তারা ভগবানের পূর্ণঅঙ্গে বিভিন্ন পদ পেয়েছেন। তাই আমরা যদি আমাদের প্রদান করা পদ ধরে রেখে সেই মতোই কর্ম করি, সেই সুবিধা গ্রহণ করি, তবেই আমরা পূর্ণ।"
৭০০৪২৬ - প্রবচন আইএসও আবহন উদ্ধৃতাংশ - লস্‌ এঞ্জেলেস্‌