BN/700426b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমরা ভাবছি যে 'আমি ঈশ্বরের সমান। আমি ঈশ্বর'। এটি অসম্পূর্ণ জ্ঞান।তবে যদি আপনি জানেন 'আমি ঈশ্বরের অপরিহার্য অংশ' তবে সেটা পূর্ণ জ্ঞান। মায়াবাদী দার্শনিকেরা ও নাস্তিকেরা দাবি করছেন যে 'কে ঈশ্বর ? আমি ঈশ্বর'। এটাই হলো অসম্পূর্ণ জ্ঞান। মনুষ্য জীবন হলো পূর্ণ ।'জীবনের মানব রূপই চেতনার সম্পূর্ণ প্রকাশ'। এখন, এই সম্পূর্ণ চেতনা আপনি এই মানব রূপে পুনরুদ্ধার করতে পারেন। বিড়াল এবং কুকুর, তারা বুঝতে পারে না। সুতরাং আপনি যদি সুবিধাটি না নেন তবে আপনি 'আত্মা হানাঃ জানাহ' আপনি নিজেকে হত্যা করছেন, আত্মহত্যা করছেন।যেমনটি বলা হয়েছে, আত্ম অনধেনা তামাশাভ্ৰতা তম্স তে প্রেত্যভিগচ্ছতি যে কে আত্ম হানাঃ জানাহ (ঈশোপনিষদ ৩)মৃত্যুর পরে,প্রেত্যাভি ...প্রেত্যা মানে মৃত্যুর পরে। সুতরাং আত্মা হানাঃ জানাহ হবেন না। সম্পূর্ণ জীবনযাত্রায় আপনার জীবনকে কাজে লাগান। এটাই আমাদের কাজ। "
৭০০৪২৬ - ঈশোপনিষদ আবাহন মন্ত্রের ওপর প্রদত্ত প্রবচনের উদ্ধৃতাংশ - লস্‌ এঞ্জেলেস্‌