BN/700429 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

Revision as of 13:33, 15 March 2020 by ManiGopal (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
ঠিক যেমন আমাদের সাধারণ জীবনযাত্রায় সর্বত্রই আমাদের মাঝে কেউ না কেউ প্রধান ব্যক্তি বা নেতা থাকে, যদ্রূপ তোমরা আমাকে তোমাদের নেতা হিসাবে গ্রহণ করেছ। ঠিক তেমনই নেতার নেতা, তাঁর নেতা, তাঁর নেতা, তাঁর নেতা এইভাবে অনুসন্ধান চালিয়ে যেতে থাকো; এইভাবে যখন তোমরা শ্রীকৃষ্ণ পর্যন্ত আসবে, তিনিই হলেন সকলের নেতা। তিনিই হলেন শ্রীকৃষ্ণ। ব্যাস্‌। ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ (ব্রহ্মসংহিতা ৫/১)। প্রত্যেকেই ব্রহ্ম, ঈশ্বর বা যা-ই বল না কেন, কিন্তু কেউই পরম নয় পরম মানে 'সর্বোচ্চ'। আমি এই প্রতিষ্ঠানের নিয়ামক হতে পারি; রাষ্ট্রপতি এই দেশের নিয়ন্ত্রক হতে পারেন; তবে কেউই দাবি করতে পারে না যে 'আমি সর্বোচ্চ নিয়ামক'। তা সম্ভব নয়। সেটি কেবল শ্রীকৃষ্ণের জন্য। সেই পদটি একমাত্র শ্রীকৃষ্ণের জন্যই।"
৭০০৪২৯ - ঈশোপনিষদ এবং দীক্ষা প্রবচন - লস্‌ এঞ্জেলেস্‌