BN/700507 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

Revision as of 06:01, 17 February 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ভগবান শ্রীকৃষ্ণ যদিও গোলোক বৃন্দাবনে তাঁর পার্ষদদের সঙ্গে লীলা উপভোগ করছেন; একই সঙ্গে তিনি বিভিন্ন পদ, নাম, রূপ ও কার্যাবলী অনুসারে সর্বত্র বিরাজমান। সর্বত্র। সে কারণেই বলা হয় যে পরমেশ্বর ভগবান হাঁটেন আবার হাঁটেনও না। তিনি তাঁর ধাম ছেড়ে কোথায় যান না। তিনি পূর্ণরূপে ভোগ করছেন। আবার একই সঙ্গে তিনি সর্বত্রই রয়েছেন। সর্বত্রই হাঁটছেন। ঠিক যেমন আমরা তাঁকে নৈবেদ্য অর্পণ করি। ভাববে না যে শ্রীকৃষ্ণ তা গ্রহণ করেন না। তিনি গ্রহণ করেন, কারণ তুমি যদি প্রেমসহকারে কিছু অর্পণ কর, তাহলে তিনি তৎক্ষণাৎ তাঁর হস্ত প্রসারিত করে তা গ্রহণ করতে পারেন। তদহম্‌ ভক্ত্যুপহৃত্ম্‌ অশ্নামি (ভগবদগীতা ৯/২৬)। শ্রীকৃষ্ণ বলেন, 'যদি কেউ আমাকে বিশ্বাস ও ভক্তিসহকারে কিছু অর্পণ করে, আমি তা আহার করি।' লোকেরা বলতে পারে, 'ওহ্‌ কৃষ্ণ তো গোলোক বৃন্দাবনে থাকে, কতদূরে। তিনি কীভাবে খাবেন? তিনি কীভাবে গ্রহণ করবেন?' সেটিই ভগবান। হ্যাঁ। তিনি গ্রহণ করতে পারেন। তাই বলা হচ্ছে, তিনি হাঁটেন আবার তিনি হাঁটেনও না।"
৭০০৫০৭ - ঈশোপনিষদ প্রবচন মন্ত্র - ৫ - লস্‌ এঞ্জেলেস্‌