BN/700511 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো যে ভাবেই হোক না কেন, যদি আমরা বিষ্ণভাবনাময় হতে পারি ,তাহলে তৎক্ষণাৎ আমরা সুদ্ধা হতে পারি । এটি হচ্ছে পদ্ধতি। যেমন কংস । কংস কৃষ্ণের চিন্তা করতো। সেও কৃষ্ণভাবনাময় ছিল, সর্বক্ষণ কৃষ্ণের কথা চিন্তা করতো,'ও কেমন করে আমি কৃষ্ণ কে খুঁজে বের করবো ? আমি তাকে হত্যা করবো।'এটি ছিল তার কাজ । এটি আসুরিক মানুসিকতা । অসুরীম ভাবম আশ্রিতাঃ (ভগবাদ গীতা ৭।১৫) সেও শুদ্ধ হয়ে গেলো, কিন্তু সেও মুক্তি পেলো।"
৭০০৫১১ - প্রবচন ঈশোপনিষদ ০৮ - লস্‌ এঞ্জেলেস্‌