BN/700518b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"যদি তুমি চোখের ওপর ভগবাদ ভক্তির আলাপ লাগাও ,তাহলে তুমি ভগবানকে সর্বত্র দর্শন করতে পারবে। সান্তাহা সদাইবা হৃদয়েষু ভিলকায়ান্তি । হা, তো ভক্তি । তো এটি হচ্ছে ভগবানকে জানবার উপায়। এই ভালোবাসা শুধু সেবার দ্বারাই বৃদ্ধি পাবে। এছাড়া অন্য কোনো উপায় নাই। সেবনমুখেই জিবাদও (ভক্তি রসামৃত সিন্ধু ১।২।২৩৪) । যত তুমি সেবার মনোভাব বাড়াবে, তত তোমার সুপ্ত কৃষ্ণপ্রেম বৃদ্ধি পাবে। এবং যখনি তুমি ভগবাদ ভক্তির পরিপূর্ণ স্থরে পৌঁছে যাবে, তখন তুমি সর্বত্র ভগবানকে দর্শন করবে, প্রতি মুহূর্তে। চব্বিশ ঘন্টা তুমি দর্শন করতে পারবে। অনেক ধন্যবাদ।"
৭০০৫১৮ - প্রবচন ঈশোপনিষদ১ ১৩-১৫ - লস্‌ এঞ্জেলেস্‌