BN/700701 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
অতএব সূচনাটি হচ্ছে, শ্রীমদ্ভাগবতম মানে শ্রীকৃষ্ণ। এর অন্য কোন মানে নেই। এটি হচ্ছে কৃষ্ণ-কথা। শ্রীমদ্ভগবদ্গীতা ও হচ্ছে কৃষ্ণ-কথা। কথা মানে শব্দ বা বাণী। অতএব কৃষ্ণ বাণী যা শ্রীকৃষ্ণ বলেছেন তাই শ্রীমদ্ভগবদ্গীতা এবং বাণী যা শ্রীকৃষ্ণ সম্পর্কে বলা হয়েছে তাই শ্রীমদ্ভাগবতম অথবা যা কৃষ্ণ ভক্তদের সম্পর্কে বলা হয়েছে তা ভাগবত। ভাগবত,যা দুই ধরনের। এক, গ্রন্থ ভাগবত এবং অন্যটি ব্যক্তি ভাগবত, মানে ভক্ত। তিনিও ভাগবত। চৈতন্য মহাপ্রভু পরামর্শ দিয়েছেন যে, "ভাগবত পড় গিয়া ভাগবত স্থানে। " অর্থাৎ ভাগবত পড়ার জন্য ভাগবতের বা ব্যক্তি ভাগবতের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন। অন্যথায় তুমি ভুল বুঝতে পার। "ভাগবত পড় গিয়া ভাগবত স্থানে। "
700701 - প্রবচন শ্রীমদ্ভাগবত ০২.০১.০১ - লস্‌ এঞ্জেলেস্‌