BN/700701 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্‌ এঞ্জেলেস্‌

Revision as of 08:43, 23 February 2020 by ManiGopal (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
অতএব প্রথমে বুঝতে হবে শ্রীমদ্ভাগবত মানে শ্রীকৃষ্ণ। এর অন্য কোন অর্থ হতে পারে না। এটি হচ্ছে কৃষ্ণকথা। শ্রীমদ্ভগবদ্গীতাও হচ্ছে কৃষ্ণকথা। কথা মানে শব্দ বা বাণী। অতএব শ্রীকৃষ্ণবাণী যা শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন তা হচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতা এবং যে কথা শ্রীকৃষ্ণ সম্পর্কে বলা হয়েছে তা হচ্ছে শ্রীমদ্ভাগবত; অথবা যা কৃষ্ণভক্তদের সম্পর্কে বলা হয়েছে তা হচ্ছে ভাগবত। দুই ধরণের ভাগবত রয়েছে। এক হচ্ছে গ্রন্থ-ভাগবত এবং অন্যটি ব্যক্তি-ভাগবত, মানে ভক্ত। তিনিও ভাগবত। শ্রীচৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন যে, "ভাগবত পড় গিয়া ভাগবত স্থানে অর্থাৎ তোমাকে ভাগবত পড়তে হলে ভাগবতের কাছে বা ব্যক্তি-ভাগবতের কাছে যেতে হবে। অন্যথায় তুমি তাঁর ভুল অর্থ বুঝবে। "ভাগবত পড় গিয়া ভাগবত স্থানে।"
৭০০৭০১ - শ্রীমদ্ভাগবত প্রবচন ০২.০১.০১ - লস্‌ এঞ্জেলেস্‌