BN/701106 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

Revision as of 03:01, 25 March 2020 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
সুতরাং আমরা শাস্ত্র থেকে শুনেছি। তুমি হয়তো বিশ্বাস করবে না কিন্তু আমরা বাস্তবিক ভাবে দেখেছি যখন কোন মানুষ কাউকে হত্যা করে তখন তাকেও ফাঁসিতে ঝোলানো হয়। এটি নিয়ে কোন সন্দেহ নেই। জীবন জীবনের জন্য। অতএব কীভাবে এই বোকা লোকগুলো খুব, আমি বোঝাতে চাচ্ছি কীভাবে পশু হত্যা করে। যদিও এটি বাস্তব এমনকি এটি তোমাদের দেশের আইন যে, "জীবন জীবনের জন্য" তাহলে আমি কীভাবে অন্য প্রাণীকে হত্যা করার সাহস করতে পারি? এটিই সারমর্ম। শাস্ত্র বলছে তোমাকে এই প্রত্যেকটি প্রানীর আত্মাকে পরিশোধ করতে হবে। এটিই হলো সংস্কৃত শব্দ মাংস এর অর্থ। মাংস খাদাতি।
৭০১১০৬ - শ্রীমদ্ভাগবত প্রবচন ০৬.০১.০৬ - বোম্বে