BN/701231 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সুরাট

Revision as of 06:10, 21 February 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"ঠিক যেমনটা এখানে বলা হয়েছে যে "আমি ঋণ করেছি, এখন যদি আমি তা পরিশোধ না করি, আমাকে গ্রেফতার করা হবে অথবা আদালত আমাকে আইনের দ্বারা শাস্তি দেবে।" আর বলা হয়েছে স তৎ ফলম্‌ ভুঙ্কতে, অর্থাৎ যেমনটা তুমি ঠকাবে যেমনটা তুমি এই জীবনে ভোগান্তি পাবে, তেমনই তথা তাবৎ অমুত্র বৈ, ঠিক তেমনই পরজন্মেও তাকে ভুগতে হবে। কারণ জীবন নিত্য, আর আমরা আমাদের দেহ বদলাচ্ছি, তথা দেহান্তর প্রাপ্তি (গীতা ২/১৩)। এইসব কথা তথাকথিত শিক্ষিত লোকদের মাঝে আলোচনা করা হয় না যে জীবনের পর জীবন আছে, আমরা আমাদের দেহ প্রতি মুহূর্তে বদলাচ্ছি। সেই জন্য আমাদের এই দেহটিও একদিন বদলাতে হবে এবং আরেকটি দেহ গ্রহণ করতে হবে। তারপর আরেকটি দেহ, আরেকটি দেহ। ঠিক যেমন আমি কক্ষে বসে আছি, এখন আমি যদি এখান থেকে অন্য একটি ঘরে যাই, তার মানে এই নয় যে আমি আমরা সব দায়বদ্ধতা থেকে মুক্ত হয়ে গেলাম।"
৭০১২৩১- শ্রীমদ্ভাগবত প্রবচন ৬/১/৪৫-৫০ - - সুরাট