BN/710110 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু কলকাতা

Revision as of 08:14, 30 March 2020 by MinaksiRadhika (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"জড় জাগতিক জীবন মানে হচ্ছে ভোগের জীবন। কৃষ্ণ ভুলিয়া জীব ভোগ বাঞ্ছা করে(প্রেমবিবর্ত)। জাগতিক জীবন মানে শুধুমাত্র ভোগ করতে চাওয়ার বাসনা করা। অবশ্যই, এখানে কোন আনন্দ নেই। অতএব, কেউ যদি প্রামাণিক উৎস থেকে রাসলীলা শ্রবণ করে, তার ফলাফল হবে যে, সে শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবার চিন্ময় স্তরে উন্নীত হবে এবং তার ভবরোগ,তার ভোগ করার বাসনা নির্মূল হবে। কিন্তু তারা যথার্থ উৎস থেকে শ্রবণ করে না। কিছু পেশাদারী পাঠকের কাছ থেকে শ্রবণ করে, যার ফলশ্রুতিতে তারা তাদের ভোগলালসাময় জড় জীবনের মধ্যেই থেকে যায়, আর এভাবে কখনও কখনও তারা সহজিয়াতে পরিণত হয়। যখন শ্রীকৃষ্ণের সাথে অনেক স্ত্রীলোকের সম্পর্ক থাকে ...তোমরা বৃন্দাবনে যুগল ভজনের কথা জানো...সেখানে একজন কৃষ্ণ হয় আর একজন রাধা। এটাই তাদের মতবাদ। আর এভাবেই আরো অনেক কিছু চলতে থাকে।
৭১০১১০- প্রবচন শ্রীমদ্ভগবতম ০৬.০২.০৫-৮- কলকাতা