BN/710201b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু এলাহাবাদ

Revision as of 10:57, 17 September 2020 by Vanibot (talk | contribs) (Vanibot #0019: LinkReviser - Revise links, localize and redirect them to the de facto address)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

{{Audiobox_NDrops|BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু||"ভদ্র মহিলা এবং ভদ্রমহদয়গণ, আমরা শ্রীকৃষ্ণকে কৃপাসিন্ধু রূপে জানি, কৃপার সমুদ্রঃ হে কৃষ্ণ করুণাসিন্ধু। দীনবন্ধো। দীন- ঠিক এই শব্দটি বলা হয় কারণ আমরা জড় অস্তিত্তের মধ্যে রয়েছি। আমরা খুবই গর্বস্ফীত- স্বল্প জল মাত্রেন শফরী ফরফরায়তে। ঠিক যেন একটি ছোট মাছের একটি জলাশয়ের এক কোণে ডানা ঝাপটানোর মতো, আমরা জানি না আমাদের অবস্থান কি। এই পৃথিবীতে আমাদের অবস্থান খুবই তুচ্ছ। শ্রীমদ্ভাগবত এবং ভগবদ্গীতায় এই জড় জগতকে এইভাবে বর্ণনা করা হয়েছে যেঃ একাংশেন স্থিতো জগত([[Vanisource:BG 10.42 (1972)|ভগবদ্গীতা ১০.৪২)। এই জড় জগত সমগ্র সৃষ্টির একটি অতি নগণ্য অংশ। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে। ব্রহ্ম সংহিতা থেকে আমরা এই তথ্য পাই- যস্য প্রভা প্রভবতো জগতদণ্ডোকোটি(ব্রহ্ম সংহিতা ৫.৪০)। জগতদণ্ডকোটি । জগদণ্ড মানে ব্রহ্মাণ্ড। আর কোটি মানে অসংখ্য।"|Vanisource:710201 - Lecture at Pedagogical Institute - Allahabad|৭১০২০১ - পেডীগাজিকল ইন্সটিটিটে প্রবচন - এলাহাবাদ}}