BN/710218b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু গোরক্ষপুর

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
ঠিক যেমন আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে চলি,আমাদের অজান্তে আমরা অসংখ্যক পিঁপড়ে এবং কীটপতঙ্গদের হত্যা করে ফেলি।আমরা হত্যা করার কোনো ইচ্ছা রাখতে চাইনা ,তবুও,যেহেতু আমরা এই জড় জীবনে আবধ্য,তাই আমরা আমাদের অজ্ঞানে এতগুলি প্রাণীর হত্যা করে ফেলছি। সুতরাং বৈদিক আচার-ব্যবহার অনুসারে ,যজ্ঞ করার আদেশ নির্দেশিত আছে।তাই আমরা যদি যজ্ঞ না করি,তাহলে আমাদের অজ্ঞানে ওই সকল ক্ষুদ্র জীবহত্যা করার শাস্তির জন্য দায়ী কিন্তু আমরাই হব।
৭১০২১৮ - প্রবচন SB 06.03.25-26 - গোরক্ষপুর