BN/710223 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"প্রত্যেক জীবই চৈতন্যশীল।কিন্তু এই শুদ্ধ চেতনা জড় জগতের সংস্পর্শে এসে দূষিত হয়ে যায়।ঠিক যেমন বৃষ্টির জল যখন মেঘ থেকে সরাসরি আসে,সেটি পূর্ণরূপে শুদ্ধ থাকে ,কোনো বর্জ্যপদার্থ ওর মধ্যে থাকে না।কিন্তু সেই জল যখন জমিতে পড়ে,সেটা কাদাটে হয়ে যায়।এরপর যদি তুমি এই কাদাটে জলকে পরিশ্রাবণ কর,তাহলে সেটা পুনরায় পরিষ্কার এবং শুদ্ধ হয়ে যাবে।তদ্রূপ আমাদের চেতনা এই জড়া প্রকৃতির তিন গুণের দ্বারা কলুষিত হয়ে আছে বলেই আমরা একে অপরকে নিজেদের শত্রূ বা মিত্র রূপে গণ্য করছি।কিন্তু যেই মুহূর্তে তুমি কৃষ্ণভাবনাময় হয়ে যাবে,তুমি অনুভব করবে যে আমরা সকলেই এক ।আর কেন্দ্র হলেন ভগবান শ্রীকৃষ্ণ।"
৭১০২২৩ - প্রবচন Pandal - বোম্বে