BN/710407 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তোমরা একটি সুন্দর উদাহরণের মাধ্যমে বুঝতে পার : ঠিক যেমন সরকার মদের দোকান খোলে। এর মানে এই না যে সরকার মদ পান করার জন্য উৎসাহিত করছে। এটা এইরকম নয়। বিষয়টি হচ্ছে যে সরকার যদি কিছু মাতালদের পান করতে অনুমতি না দেয় তাহলে তারা ব্যাপক গণ্ডগোল করবে। তারা অবৈধ মদের পাতন পাতিত করবে। তাদের নিয়ন্ত্রণ করার জন্য সরকার খুব খুব বেশি উচ্চ মূল্যে মদের দোকান খুলেছে। খরচটি......যদি এক রুপি খরচ হয় সরকার excise department ষাট রুপি মূল্য নির্ধারণ করে। সুতরাং এই পন্থাটি উৎসাহিত করার জন্য নয়, নিয়ন্ত্রণ করার জন্য। একইভাবে শাস্ত্রে যৌন জীবন বা মাংসাহার বা মদ্যপানের অনুমোদন রয়েছে, এর মানে তাদের প্ররোচিত করার জন্য নয় "তুমি যত পার এই কাজ চালিয়ে যাও।" না। আসলে এইসব নিয়ন্ত্রণের জন্য।
৭১০৪০৭ - শ্রীমদ্ভাগবদ্গীতা প্রবচন ০৭.১৬ - বোম্বে