BN/710408 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"এই যুগে শুধুমাত্র হরে কৃষ্ণ মন্ত্র জপ করার মাধ্যমে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে/ হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, একজন খুব সহজে আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে পারে এবং তোমরা দেখতে পারছ যে কীভাবে এই ছেলে মেয়েগুলি পাশ্চাত্য দেশ থেকে এসে এখন তারা শুদ্ধ,যদিও তাদের পূর্ব জীবনে অনেক সন্দেহ ছিল। শুধু মাত্র এই হরে কৃষ্ণ মন্ত্র জপ করার মাধ্যমে। এটি হল...তারা এখন দৈব সম্পদ উন্নত করছে। দৈব সম্পদ মানে সেইসব চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলির মাধ্যমে তারা খুব সহজে মুক্তি এবং আধ্যাত্মিক উপলব্ধির উন্নতি করতে পারবে। এটাকে বলা হয় দৈব সম্পদ।"
৭১০৪০৮ - শ্রীমদ্ভাগবদ্গীতা প্রবচন ১৬.২-৭ - বোম্বে