BN/710726c প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক

Revision as of 12:26, 15 February 2022 by Anik (talk | contribs) (Forgot to translate heading)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তুমি যদি একজন কৃষ্ণভক্তের শরণাগত হও, তিনি যেকোন কিছুর মত করে তোমাকে কৃষ্ণ দিতে পারেন: "এইযে কৃষ্ণ। নাও" শ্রীকৃষ্ণ এতই দারুন। তিনি ভক্তের হাতের খেলনা হয়ে যান। তিনি সম্মত হন। ঠিক যেমন মা যশোদার সম্মুখে তিনি ভয়ে কাপছিলেন, মা যশোদা তাঁকে একটি কঞ্চি দেখিয়েছিলেন। তো এটি শ্রীকৃষ্ণের একটি কৃপাময় লীলা। তিনি অতি সহজেই ভক্তদের কাছে সুলভ হন।
710727 - হরিনাম দীক্ষা ও সন্ন্যাস দীক্ষা প্রবচন, ব্রহ্ম সংহিতা ৫/৩৩ - নিউ ইয়র্ক