BN/710729b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Gainesville

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"তো এই আন্দোলন, কৃষ্ণভাবনামৃত আন্দোলন, লক্ষ্য হচ্ছে জনসাধারণকে পরমপুরুষের সাথে সরাসরি যুক্ত করা। তাই তাৎক্ষণিকভাবে তারা সুখী হয়ে যায়। আমি আমার শিষ্যদের কাছ থেকে হাজার হাজার পত্র পেয়েছি, তারা এতই কৃতজ্ঞতাবোধ করছে যে, "আমরা আমাদের জীবন ফিরে পেয়েছি। আমরা আশাহীন ছিলাম।" প্রকৃতপক্ষে এটিই হচ্ছে স্থিতি। শ্রীকৃষ্ণকে ছাড়া, কৃষ্ণভাবনামৃত ছাড়া, আমরা আশাহীন, বিভ্রান্ত। তাই এত এত ছেলে মেয়েদেরকে এখানে একসাথে দেখে আমি খুবই প্রীত হয়েছি।"
710729 - গিনসভিলে প্রত্যাবর্তন প্রবচন