BN/710824 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
আমি একটি অন্ধকার কুয়া দেখেছিলেম। তোমাদের দেশে , যখন আমি জন লেননের বাড়িতে ছিল ১৯৬৯ সালে , আমরা বাগানের মধ্যে দেখলাম যে একটি অন্ধকার কুয়া। অন্ধকার কুয়া মানে একটি খুব গভীর ক্ষত , কুয়া, কিন্তু সেটা ঘাস দিয়ে ঢাকে ছিল। কেউ জানতেও পারবেনা যে সেখানে একটা গভীর কুয়া আছে, কিন্তু যখন কেউ হেটে যাবে , সে পরে যেতে পারে। এবং সেটি ইতিমধ্যেই ঘাস দিয়ে ঢাকা এবং এটি অত্যন্ত গভীর। যদি কেউ পরে যায় , এবং সেখান থেকে বেরিয়ে আসবার চেষ্টা করে , যেহেতু জায়গাটা নির্জন একটু নেই সেখানে, কেউ শুনতেও পাবেন তাকে , এবং সে হয়তো কোন সাহায্য না পেয়ে মরেও যেতে পারে। তো এই জড়জাগতিক জীবনের পথটাও , বীরের জগৎ মনে হচ্ছে , ঠিক যেমন আমরা এই ব্রহ্মাণ্ডে। এটি ঢাকা দেওয়া। যেই গোল জিনিষটা আমরা আকাশে দেখি , সেট হল আচ্ছাদন । ঠিক যেমন একটি নারকেলের খোলস , ভেতরে এবং বাইরে। নারকেলের খোলার ভেতরটা অন্ধকার , বাইরে হল আলো। সেরকম , এই ব্রহ্মাণ্ডটা হল নারকেলের মতো, আমরা তার ভেতরে।
৭১০৮২৪ - প্রবচন শ্রীমদ ভাগবতম ০১ .০২ .০৩ - লন্ডন