BN/710829 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
প্রভুপাদ : ভগবান শ্রীকৃষ্ণকে কৃত্রিমভাবে দেখাবার চেষ্টা করোনা। বিপ্রলম্বভাবে উন্নত করো, এবং তারপর ইটা পরিপূর্ণ হবে। এটি হল শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা। কারণ আমরা আমাদের জড়ো চক্ষু দিয়ে শ্রীকৃষ্ণকে দেখতে পারবোনা, অত্যাহ শ্রীকৃষ্ণ নামাদি না ভাভেদ গ্রাহ্যম ইন্দ্রিয়াইহ ( চৈতন্য চরিতামৃত মধ্য লীলা ১। ১৩৬ ) আমরা শ্রীকৃষ্ণের নাম সন্মন্ধেও শুনতে পারবোনা। কিন্তু সেবনমুখে হি জিবাদও যখন তুমি নিজেকে ভক্তিমূলক সেবাই নিয়োজিত করবে। ভগবানের সেবা কোথায় শুরু হচ্ছে ? জীবদাউ। সেবা শুরু হয়ে জিহ্বা দিয়ে ,পা দিয়ে নয় , চোখ বা কান। এটি শুরু হয়ে জিহ্বা দিয়ে। সেবনমুখে হি জিহবাদও। যদি তুমি তোমার জিহ্বা দিয়ে সেবা শুরু করো , কেমন করে ? হরে কৃষ্ণ জপ করে। জিহ্বা ব্যবহার করো । হরে কৃষ্ণ , হরে কৃষ্ণ , কৃষ্ণ কৃষ্ণ , হরে হরে / হরে রাম , হরে রাম , রাম রাম , হরে হরে। এবং কৃষ্ণপ্রসাদ গ্রহণ করো। এই জিহ্বার দুটো কার্য : শব্দ উচ্চারণ করা , স্পষ্টভাবে হরে কৃষ্ণ বলা এবং প্রসাদ গ্রহণ করা । এই পদ্ধতির দ্বারা শ্রীকৃষ্ণকে অনুভব করতে পারবে।

ভক্তরা : হরিবোল !


১০৮২৯ - প্রবচন রাধাষ্টমী উৎসব, শ্রীমতি রাধারানীর আবির্ভাব তিথি - লন্ডন