BN/730713 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন

Revision as of 05:25, 21 August 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"মনুষ্যজাতি কিভাবে প্রকৃতরূপে সুখী হতে পারে, আমরা সেই সঠিক তথ্যটিই দিচ্ছি। ব্যাস্‌। এটি কোনও ধর্মীয় ভাবাবেগ নয়। তথাকথিত ধর্ম মানে হচ্ছে এক ধরণের বিশ্বাস। আজকে আমি হিন্দু, কাল আমি খ্রিস্টান, পরশু আমি মুসলমান। এই ধরণের তথাকথিত বিশ্বাস পাল্টে আমি কি সুবিধাই বা পেতে পারি? যদি না আমি আমার প্রকৃত নিত্য স্বরূপ বুঝতেই না পারি যে আমি কেন কষ্টভোগ করছি, কি ভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারি? সেটিই হচ্ছে প্রকৃত জীবন। আর সেইটিই হচ্ছে কৃষ্ণভাবনামৃত আন্দোলন। এটি কোন ভাবাবেগপূর্ণ ধর্মীয় বিশ্বাস নয়। এটি ঐ ধরণের কিছুই নয়। সমগ্র মনুষ্যজাতির জন্যই এটি অত্যন্ত প্রয়োজন। আমরা মনুষ্যজাতির কথা বলছি কারণ মনুষ্যজাতি না হলে কেউই এটি বুঝবে না। কুকুর-বেড়ালেরা এই জীবনের সমস্যাগুলো বুঝতে পারবে না। এই মানব দেহেই কেবল আপনি জীবনের সমস্ত সমস্যাগুলোর সমাধান করতে পারেন। এটি একটি বিজ্ঞান যে কিভাবে সেই সমস্যাগুলোর সমাধান করা যায়। আর সেটিই আমরা শিক্ষা দিচ্ছি।"
৭৩০৭১৩ - কথোপকথন - লন্ডন