BN/731103 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু দিল্লী

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
""সুতরাং কেউ এই স্বধর্ম ত্যাগ করে, তত্ত্বস্ব-ধর্ম, এবং কৃষ্ণ চেতনা নেয়,শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করে, কিন্তু কিছু উপায় বা অন্য সংঘের দ্বারা, মায়ার কৌশলে - আবার সে নিচে পতিত হয়, ঠিক যেমন আমাদের অনেক শিক্ষার্থী চলে গেছে. . . অনেক নয়, কয়েকজন।তাই শ্রীমৎভাগবতে বলা হয়েছে , যত্র ক্বা ভবধ্রম অভাদ অমু্য্য কিম যে, "সেখানে কি ভুল?" এমনকি যদি সে অর্ধেক নিচে পড়ে যায়, তবুও কোন ভুল নেই।সে কিছু অর্জন করেছে। এতোটুকু সেবা যা তিনি ইতিমধ্যেই কৃষ্ণকে দিয়েছেন, তা নথিভূক্ত আছে।তা নথিভূক্ত আছে। "
৭৩১১০৩ - কথোপকথন - দিল্লী