BN/740620 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু জার্মানি

Revision as of 23:27, 16 July 2020 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"দুঃখালয়ম অশাশ্বতম (শ্রীমদ্ভাগবদ্গীতা ৮.১৫)। দুঃখ। দুঃখ মানে যন্ত্রণা, কষ্ট। আলয়ম। আলয়ম মানে স্থান। সুতরাং এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা পরম পুরুষোত্তম ভগবান, তিনি বলছেন,'এটা হচ্ছে কষ্ট ভোগের জায়গা,' এবং এটাকে 'মৃত্যুলোক' বলা হয়, মৃত্যুর জন্য, মৃত্যুর গ্রহলোক। এর মানে হচ্ছে চিরন্তন আত্মার জন্য মৃত্যু অস্বাভাবিক। কিন্তু তুমি এই জড়জগতের মধ্যে যেকোনো জায়গায় থাকনা কেন, তুমি মারা যাবে। এই হচ্ছে জড়জগত। তুমি ব্রহ্মা কিংবা একটি ক্ষুদ্র পোকা বা পিপীলিকা যাই হও না কেন তুমি অবশ্যই মারা যাবে, ভূত্ত্বা ভূত্ত্বা প্রলীয়তে (শ্রীমদ্ভাগবদ্গীতা ৮.১৯):মর, আবার জন্মগ্রহণ কর; মর এবং আবারো জন্মগ্রহণ কর। কিন্তু এই বদমাশগুলো তা জানেনা। এটা স্বাভাবিক, এই যা। এই বিষয়ে তাদের কোন জ্ঞান নেই যে মানুষ তার এই বার বার জন্মগ্রহণ আর মৃত্যুবরণ করাটাকে থামাতে পারে। তবু তারা বড় বড় পণ্ডিত।"
৭৪০৬২০ - প্রাতঃ ভ্রমণ - জার্মানি