BN/750119 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

{{Audiobox_NDrops|BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু||"আমরা যদি আমাদের ইন্দ্রিয়সমূহকে সর্বদা ভগবানের সেবায় নিয়োজিত রাখি তবে তা-ই হচ্ছে ভক্তি। বর্তমানে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে জাগতিক উদ্দেশ্য অর্জনে উপযোগ করছি। তাই এই ইন্দ্রিয়গুলো শুদ্ধ করতে হবে। তা শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করতে হবে। আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে সমাজ, বন্ধুত্ব আর তথাকথিত প্রেমের সেবায় ব্যবহার করছি। কিন্তু সেই সেবাটি শ্রীকৃষ্ণের জন্য প্রতিস্থাপিত করতে হবে। তবেই তা ভক্তি। সর্বোপাধি বিনির্মুক্তম্‌ তৎপরত্বেন নির্মলম্‌। ([[Vanisource:CC Madhya 19.170|শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যলীলা ১৯/১৭০])।"|Vanisource:750119 - Lecture SB 03.26.44 - Bombay|৭৫০১১৯ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৩/২৬/৪৪ - বোম্বে}}