BN/750227 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মায়ামি

Revision as of 23:01, 31 July 2020 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমরা যখন এই জন্মে মনুষ্য দেহ লাভ করেছি তখন আমাদের বোঝা উচিৎ, 'কিভাবে সবকিছু ঘটে চলছে?' কিভাবে আমি বিভিন্ন ধরণের দেহ প্রাপ্ত হচ্ছি? কিভাবে আমি দেহের নির্দেশ অনুসারে কাজ করছি, কিন্তু তবুও সুখী নই? এর কারণটা কি? তাহলে আমি কে? আমি কষ্ট পেতে চাইনা। তাহলে কষ্ট কেন আমার উপর জোর খাটাচ্ছে? আমি মরে যেতে চাইনা। তাহলে মৃত্যু কেন আমার উপর জোর জবরদস্তি করছে? আমি বৃদ্ধ হতে চাই না। আমি চিরনবীন থাকতে চাই। বার্ধক্য কেন আমার উপর জোর করছে? এরকম আরও অনেক বিষয় রয়েছে। এভাবে যখন তুমি যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন হয়ে উঠবে এবং শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণের প্রতিনিধির নিকট গমন করবে তখন তোমার জীবন পুনর্গঠিত হয়ে উঠবে।"
৭৫০২২৭ - শ্রীমদ্ভাগবদ্গীতা প্রবচন ১৩.০৪ - মায়ামি