BN/750702 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু ডেনভার

Revision as of 23:11, 8 August 2020 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"আমাদের আসক্তি এত তীব্র যে, যদিও এটা দুঃখালয়ম......। ঠিক যেমন শুকরের মতো। যদিও ওরা খুব নোংরা জায়গায় বসবাস করে আর মল আহার করে। কিন্তু তোমরা যদি ওদেরকে বল যে আমি তোমাদেরকে অন্য কোথাও ভালো জায়গায় নিয়ে যাব, তারা যাবে না। এটিই হয়। শ্রীমদ্ভাগবতমে উল্লেখ আছে, একদা স্বর্গের রাজা শুকর হওয়ার জন্য অভিশপ্ত হয়েছিল। তখন সে শুকরের সমাজে এসে বসবাস করতে আরম্ভ করল। কিন্তু ব্রহ্মা যখন তাঁকে স্বর্গে ফিরিয়ে নিয়ে যাবার জন্য এসেছিল, 'মিঃ অমুক, তোমার দুর্ব্যবহারের জন্য তুমি শুকর হয়েছে, এখন স্বর্গে ফিরে এসো।' তখন সে তা প্রত্যাখ্যান করেছিল, 'না এখানে আমার অনেক দায়িত্ব আছে। আমি যেতে পারি না।' দেখেছো? এই হচ্ছে জড়জগত.....এটাকে বলা হয় মায়া, অজ্ঞানতা। এমনকি তুমি যদি জীবনের খুব জঘন্যতম পরিস্থিতিতেও থাক, তুমি মনে করবে, 'এখন আমরা সুখী।' এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা এই জায়গা ত্যাগ করতে চাই না।"
৭৫০৭০২ - প্রবচন শ্রীমদ্ভাগবতম ০৬.০১.১৯ - ডেনভার