BN/750919 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বৃন্দাবন

Revision as of 23:14, 24 August 2020 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
প্রভুপাদঃ এখন আমি চল্লিশ কোটি পেয়েছি। কে দিল?

ভারতীয় ব্যক্তিঃ আজ্ঞে। কৃষ্ণ। প্রভুপাদঃ শ্রীকৃষ্ণ আমাকে দিয়েছেন। সুতরাং শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হন। তিনি বলেছেন, তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং (শ্রীমদ্ভাগবদ্গীতা ৯।২২): 'যে আমার সেবায় নিয়োজিত হয়, তার সমস্ত প্রয়োজন আমি সরবরাহ করি।' এটা তিনি বলেছেন। বাস্তবেই তা দেখুন। আমাদের যা কিছু প্রয়োজন, সবই আসছে। এটা আমার কৃতিত্ব বা অন্যকিছু কিংবা অন্যকারো কৃতিত্বে আসছে না। সমস্ত কৃতিত্ব শ্রীকৃষ্ণের। তিনি দিচ্ছেন। যখনই তিনি দেখেন যে 'এরা আমার জন্য কাজ করছে', তখন তিনি সবকিছু সরবরাহ করেন; যা কিছু আপনার প্রয়োজন। আমাদেরকে শুধু সচেতন হতে হবে এবং সাবধানভাবে খরচ করতে হবে, উড়নচণ্ডীর মতো অর্থের অপচয় করা যাবে না। তাহলে তিনি আমাদের সবকিছু দিবেন।"

৭৫০৯১৯ - প্রাতঃ ভ্রমণ - বৃন্দাবন