BN/751013 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু ডারবান: Difference between revisions

(No difference)

Revision as of 13:49, 28 August 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"দুর্বল হচ্ছে সবলের আহার। এটা প্রকৃতির নিয়ম, যে এক জীব অন্য জীবের আহার। সুতরাং একটি জীব যখন অন্য একটি জীবকে আহার করে তখন এটা অস্বাভাবিক কিছু নয়। এটা প্রকৃতিরই আইন। কিন্তু তুমি যখন জীব প্রজাতির মধ্যে মনুষ্য শরীর লাভ করবে, তখন তোমাকে অবশ্যই তোমার পার্থক্য বিচার করতে হবে। ঠিক যেমন এক জীব অন্য জীবের আহার, এর অর্থ এই নয় যে.....। নিম্ন প্রজাতির প্রাণীদের মধ্যে অনেক সময় পিতা মাতা তাদের শাবকদের খেয়ে ফেলে। কিন্তু মানব সমাজের ইতিহাসে এটা কখনো দেখা যায়না যে বাবা-মা তাদের সন্তানদের খেয়ে ফেলছে। কিন্তু সেই সময় আসছে যখন মা তার সন্তানকেও হত্যা করবে। ইতোমধ্যে টা চলেও এসেছে। এটা হচ্ছে কলি যুগের প্রভাব।"
৭৫১০১৩ - শ্রীমদ্ভাগবদ্গীতা প্রবচন ১৩.০১-৩ - ডারবান