BN/751019 প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু জোহানেসবার্গ: Difference between revisions

(No difference)

Revision as of 12:42, 2 September 2020

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
প্রভুপাদঃ যে কেউ, সে যদি ভক্ত না হয়, তাহলে সে পশু। শ্ববিড়বরাহোষ্ট্রখরৈঃ সংস্ত্ততঃ পুরুষঃ পশুঃ (শ্রীমদ্ভাগবত ২.৩.১৯)। বড় পশু সত পশুদের দ্বারা পূজিত হয়। এই যা। বনের মধ্যে সিংহ অন্যান্য ছোট ছোট পশুদের দ্বারা পূজিত হয়। সুতরাং এটা কি তাই বোঝাচ্ছে যে সিংহ পশু নয়।

পুষ্ট ক্রিশ্নঃ সেও একটা পশু। প্রভুপাদঃ সেও পশু। একইভাবে এই সমস্ত নেতা, বৈজ্ঞানিক আর দার্শনিকরা, তারা ছোট পশুদের দ্বারা প্রশংসিত হচ্ছে। কিন্তু তারাও পশু, বড় বড় পশু। এইটুকুনই। পরীক্ষাটা হচ্ছে যে তারা কি চিন্ময় আত্মার সঙ্গে দেহের পার্থক্যটা উপলব্ধি করতে পেরেছে কিনা। যদি সে উপলব্ধি করতে না পারে, সে একটা পশু ছাড়া আর কিছু নয়। হতে পারে বড় পশু, সেটা আলাদা ব্যাপার। ছোট আর বড়, পশু তন পশুই। পুষ্ট ক্রিশ্নঃ সুতরাং যে কেউ, যে চিন্ময় আত্মা সম্পর্কে সচেতন নয়...... প্রভুপাদঃ সে একটা পশু। এই যা। স্ব এব গোখর। এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। যস্যাত্মবুদ্ধিঃ কুণপে ত্রিধাতুকে (SB 10.84.13).

৭৫১০১৯ - প্রাতঃ ভ্রমণ - জোহানেসবার্গ