BN/751019b প্রাতঃ ভ্রমণ - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু জোহানেসবার্গ

Revision as of 23:16, 4 September 2020 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
"কোথায় এরকম একটা শ্রেণীবিভাগ রয়েছেঃ 'অলস বুদ্ধিমান, ব্যস্ত বুদ্ধিমান, অলস বোকা আর ব্যস্ত বোকা।' তো বর্তমান সময়ে (হাসি) সারা পৃথিবী ব্যস্ত বোকায় ভর্তি। কিন্তু প্রথম শ্রেণীর মানুষ সে হচ্ছে অলস বুদ্ধিমান। অলস কিন্তু বুদ্ধিমান, এটা হচ্ছে প্রথম শ্রেণীর মানুষ। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ব্যস্ত বুদ্ধিমান। তৃতীয় শ্রেণী মানে অলস বোকা। আর চতুর্থ শ্রেণী হচ্ছে ব্যস্ত বোকা। যখন বোকারা ব্যস্ত থাকে.... ঠিক যেমন বর্তমান সময়ে মানুষ খুব ব্যস্ত কিন্তু তারা বোকা। যেমন বানর, সে খুব ব্যস্ত। দেখেছ? আর তারা বানরের বংশধর হতে পছন্দ করে, ব্যস্ত বোকা। এই যা। বোকা যখন ব্যস্ত হয়, তখন সে শুধু ঝামেলারই সৃষ্টি করে। অলস বোকা এর থেকে ভালো। কারণ সে তেমন ক্ষতিকর কিছু ঘটায় না। কিন্তু ব্যস্ত বোকারা শুধু ক্ষতিই করে থাকে। আর প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে অলস বুদ্ধিমান। সে জীবনের মূল্য বোঝে, তাই সে শান্তভাবে চিন্তা করে। ঠিক যেমন আমাদের সমস্ত বড় বড় সাধু মহাত্মারা। তাঁরা বনে বাস করতেন, ধ্যান, তপস্যা করতেন আর গ্রন্থ লিখতেন। তাদের সবাইকে অলস বুদ্ধিমান রূপেই দেখতে পাবে। তাঁরা হচ্ছেন প্রথম শ্রেণীর মানুষ।"
৭৫১০১৯ - প্রাতঃ ভ্রমণ - জোহানসবার্গ